২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৪:১২

শিরোনাম এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo

সিঙ্গাপুরকে ধসিয়ে দিতে চাই: জামাল ভূঁইয়া

সিঙ্গাপুরকে ধসিয়ে দিতে চাই: জামাল ভূঁইয়া

প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ১৯:৪৫

মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুই দলের সামনেই ‘সি’ গ্রুপে শীর্ষে ওঠার হাতছানি। দেখে মনে হয়েছে বাড়তি কোনও চাপ নিচ্ছেন না। বাংলাদেশ অধিনায়ক আত্মবিশ্বাস নিয়ে বলেছে, সিঙ্গাপুরকে কাল ধসিয়ে দিতে চান তারা। 

গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু হয়েছিল বাংলাদেশের। আর প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সিঙ্গাপুর। এই গ্রুপে চার দলেরই সমান ১ পয়েন্ট করে। বাংলাদেশ ও সিঙ্গাপুর আগে দু’বার মুখোমুখি হয়েছিল। ১৯৭৩ সালে মারদেকা কাপে ১-১ ও ২০১৫ সালে ২-১ ব্যবধানে হার। তবে আনঅফিসিয়ালি ১৯৭৩ সালে মারদেকা কাপে খেলে ঢাকায় আসার সময় সিঙ্গাপুরে গিয়ে একবার জিতেছিল বাংলাদেশ । গোল করেছিলেন প্রয়াত নওশেরুজ্জামান। আবার পরের ম্যাচে তাদের যুব দলের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল! 

এবার স্বাগতিকদের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেদের চিরচেনা পরিবেশে জয়ের পরিকল্পনাই করছেন, ‘আমরা ১০ জন দর্শকের সামনে খেলি বা ২০ লাখ দর্শকের সামনে, চাপ একই। আমাদের পারফর্ম করতে হবে। তো কত মানুষ কাল ম্যাচ খেলতে এলো, সেটা কোনও বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করবো। কিন্তু আমাদের জিততে হবে, পারফর্ম করতে হবে।'’

আরও পড়ুন