২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৪:১০

শিরোনাম এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo

ইন্টার মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জয় পিএসজির

ইন্টার মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জয় পিএসজির

প্রকাশিত: ০১ জুন, ২০২৫, ০৭:২০

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনাকে হারানোর পর ভক্তরা ধরেই নিয়েছিল হয়তো এবার শিরোপা জিতবে ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগ মানেই সারপ্রাইজ! ইন্টার মিলানকে ৫ গোল উপহার দিয়ে এবারের আসরের শিরোপা জিতে নিলো ফরাসি ক্লাব পিএসজি!

নেইমার-লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে! কেউই পারলেন না পিএসজিকে স্বপ্নের সেই শিরোপা এনে দিতে। এর মধ্যে অনেক কোচ এসেছেন এবং গিয়েছেন। তবে ২০১৫ সালে বার্সাকে ট্রেবল জেতানো লুইস এনরিকে ঠিক ও১০ বছর পর পিএসজিকে এনে দিলেন সেই কাঙ্ক্ষিত শিরোপা।

১৪ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ কিনেছিল পিএসজি। প্রত্যেক সিজনে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ক্লাবটি। তবে এবার আর ভুল করেনি ফরাসি জায়ান্টরা।

ইন্টারকে গোল উপহার দেয়া শুরু করেন সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমি। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি। ম্যাচের মাত্র ১২ মিনিটে। গোলটি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৯ বছর বয়সী দেজ্যের দুয়ের।

এরপর ম্যাচের ২০ মিনিটে প্রথম আর ৬৩ মিনিটে করলেন দ্বিতীয়টা। যে ম্যাচে উসমান দেম্বেলে, লাওতারো মার্তিনেজদের মতো ব্যালন ডি’অর প্রত্যাশীরা আছেন, সে ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও ২০ না ছোঁয়া দুয়ে।

 খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে যখন এল চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়, সিমোন ইনজাঘিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরেকটু বাড়িয়েছে।

ম্যাচ শেষ করেছে ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশেভাবে জিততে পারেনি কোনো দল, পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতল এভাবেই।

আরও পড়ুন