২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৫:২৪

শিরোনাম আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন Logo শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo

মায়ের জন্য কাগজ আনতে গিয়ে ছেলের মৃত্যু

মায়ের জন্য কাগজ আনতে গিয়ে ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:১৭

রাজধানীর উত্তরায় দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উত্তরা পূর্ব থানার জসিম উদ্দিন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় আরমানকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালা নাজনীন আক্তার জানান, রোববার রাতে আরমানের মা স্ট্রোক করেন। প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়, পরে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

আরমান তখন বাসা থেকে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র আনতে যাচ্ছিলেন। ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরমান রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আরমান সদ্য এইচএসসি পাস করেছেন উত্তরার নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাতিআলা গ্রামে। পিতা আবু সুফিয়ান মির্জা, পরিবারসহ উত্তরায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন