২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৪:০০

শিরোনাম ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন Logo শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন Logo আসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড় Logo আবু সাঈদ হত্যা মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo

মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় 'সমন্বয়ক' পরিচয়ধারী ৫ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় 'সমন্বয়ক' পরিচয়ধারী ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবির সময় ‘সমন্বয়ক’ পরিচয়ে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯),মো. শাহিন (৩৮)

স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যায় 'সমন্বয়ক' পরিচয়ে কয়েকজন ব্যক্তি সেফ হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে গিয়ে মৃত শিশু প্রসবের ঘটনা নিয়ে চাপ সৃষ্টি করে এবং চাঁদা দাবি করে।

হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, “একটি মৃত শিশু জন্ম নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি আমার এবং আমার ছেলের কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আরও কয়েকজন 'সমন্বয়ক' পরিচয়ে হাসপাতালে আসে। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে এসে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে ধরে নিয়ে যায়।”

পরে তিনি থানায় গিয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের আবেদন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাইফুল ইসলাম রাব্বি এর আগেও মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলায় চার নম্বর আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে চাঁদাবাজিসহ নানা অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, “সেনাবাহিনী আমাদের কাছে পাঁচজনকে হস্তান্তর করেছে। বাদী একজন হাসপাতাল মালিক। তার আবেদনের ভিত্তিতে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আমাদের থানায় আগেও মামলা রয়েছে।”

আরও পড়ুন