সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান ইডেন শিক্ষার্থীদের

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৫
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (খসড়া) অধ্যাদেশ-২০২৫’ ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায় এবং খসড়া অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি করে।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম লিখত বলেন, সাত কলেজ সমস্যার সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করে তার কার্যপরিধি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলোর স্বতন্ত্র সত্তা বজায় রাখা ও সিদ্ধান্ত গ্রহণে সব অংশগ্রহণকারীর অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু ইউজিসি ও কমিটি কার্যপরিধির বাইরে গিয়ে একটি বাস্তবতা-বহির্ভূত ‘হাইব্রিড মডেল’ দাঁড় করিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও প্রশ্ন তুলে বলেন, “এই পরীক্ষামূলক মডেল কাদের স্বার্থে চাপিয়ে দেওয়া হচ্ছে—প্রাইভেট কলেজ নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়?”
শিক্ষার্থীরা দাবি করেছেন যে আন্দোলন ও সিদ্ধান্ত প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ এক পর্যায়ে কয়েকজনের হাতে চলে এসেছে; তাদের উগ্র আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্যের ফলে সাধারণ ছাত্র-ছাত্রী, নারী শিক্ষার্থী এবং অভিভাবকরাও অনলাইন-অফলাইনে মানসিক হয়রানির শিকার হয়েছেন। এরই মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোনো ছাত্রী ও অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা ছাড়া খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে—এটিও তাদের ক্ষোভ বাড়িয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেছে, তারা এই খসড়া অধ্যাদেশকে উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন এবং তা প্রত্যাহারের পাশাপাশি সাত কলেজ সমস্যার টেকসই সমাধানের জন্য নতুন শিক্ষা কমিশন বা রিভিউ কমিটি গঠন করার দাবি জানিয়েছেন।
তারা বিশেষভাবে জোর দিয়ে বলেছেন, ইডেন মহিলা কলেজ একটি নারী শিক্ষার নিরাপদ অঙ্গন, যেখানে বহু কনজারভেটিভ পরিবারের ছাত্রী পড়ে। তাই এখানে সহশিক্ষা (কো- এডুকেশন) কার্যক্রম চালুর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কলেজের জন্য দান করা জমি ও সম্পত্তি কলেজের নামে সংরক্ষিত থাকবে—কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করা যাবে না, তাদের বক্তব্যে বলা হয়েছে।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, যদি সকল অংশগ্রহণকারিকে সম্পৃক্ত করে আলোচনার মাধ্যমে সমাধান না করা হয় এবং চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়, তাহলে এটি সমস্যার স্থায়ী সমাধান না থেকে জটিলতা বাড়াবে—তাদের শেষ কথাটি ছিল, “আমাদের রাজপথে ঠেলে দেবেন না।”
আরও পড়ুন
- ১ ৩ দিন পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু
- ২ গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
- ৩ ঝালকাঠিতে সুপেয় পানির তীব্র সংকট
- ৪ ১৮ কেজি ‘কালা পোপা’ মাছ বিক্রি ৯৫ হাজার টাকায়
- ৫ আইগ্যাস ইউনাইটেডের সঙ্গে সিয়াম আহমেদের যাত্রা শুরু
- ৬ আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
- ৭ ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ
- ৮ খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ হাতীবান্ধায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর আত্মহত্যা
- ৫ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৬ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই
- ৭ ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
- ৮ ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা
- ৯ জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মী ড্রামার শেখর গ্রেফতার
- ১০ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ