২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১৫:২৬

শিরোনাম আসন্ন নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Logo ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ Logo খাগড়াছড়ি বিক্ষোভ-সহিংসতা: এনসিপির নীরবতা নিয়ে পদত্যাগ অলিক মৃ’র Logo ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক Logo পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে: হাফিজ উদ্দিন Logo শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo

অস্ত্রোপচারে পেট থেকে বেরোল ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

অস্ত্রোপচারে পেট থেকে বেরোল ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪৫

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার এক যুবক। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর যা মিলল, তা দেখে হতবাক চিকিৎসকরা! তার পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ এবং ২টি কলম।

৩৫ বছর বয়সী শচীন নামের ওই ব্যক্তি ছিলেন মাদকাসক্ত। এ কারণে তাকে পরিবার গাজিয়াবাদের একটি ডি-অ্যাডিকশন সেন্টারে (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) ভর্তি করেছিল। দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন তিনি।

শচীন নিজেই জানিয়েছেন, ক্ষুধা সহ্য করতে না পেরে তিনি ধাতব চামচ, টুথব্রাশ ও কলম গিলে ফেলতেন। অভিযোগ করে বলেন, “সারাদিনে এক-দুইটি রুটি আর সামান্য তরকারি দিত। এমনকি বাড়ি থেকে পাঠানো খাবারও আমাদের কাছে আসত না। ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “রাতে চুপিচুপি বাথরুমে গিয়ে স্টিলের চামচগুলো ভেঙে মুখে পুরে দিতাম। পানি দিয়ে গিলে ফেলতাম টুথব্রাশ আর কলমও।”

চিকিৎসক শ্যাম কুমার জানিয়েছেন, এক্স-রে এবং সিটি স্ক্যানে দেখা যায় রোগীর পেটের ভেতরে একগাদা ধাতব ও প্লাস্টিক বস্তু রয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে বের করা সম্ভব না হওয়ায় অস্ত্রোপচার করতে হয়।

ডা. কুমার বলেন, “এ ধরনের ঘটনা সাধারণত মানসিক ভারসাম্যহীনতা বা পিকা ডিজঅর্ডারে দেখা যায়। শচীনের মধ্যে মাদকাসক্তির পাশাপাশি এমন মানসিক সমস্যা ছিল বলেই ধারণা করা হচ্ছে।”

আরও পড়ুন