৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৩৮

শিরোনাম রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম  Logo আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo

রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৮

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২৩:২২

রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই দিনে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ধারালো অস্ত্র ও লোহার রড উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, বুধবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছে ১৯ থেকে ৩০ বছরের যুবকরা। অভিযানে তাদের কাছ থেকে দুটি চাপাতি, তিনটি লোহার রড এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।

পরের দিন, বৃহস্পতিবার লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ও অপরাধে জড়িত ব্যক্তিরা। তাঁদের মধ্যে মো. রফিকুল ইসলাম (৪৫), মো. বাদশা (৪৫), মো. জয়নাল আবেদীন (৫০), মো. স্বপন (৫৫) সহ আরও অনেকে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিশেষ এই অভিযান এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

আরও পড়ুন