১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:২১

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

দূরপাল্লার সাঁতারে ৬ পদক জিতলো বাংলাদেশ

দূরপাল্লার সাঁতারে ৬ পদক জিতলো বাংলাদেশ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৫

ভারতের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা থেকে ৬টি পদক জিতে সাফল্যের সঙ্গে ফিরেছে বাংলাদেশ দল। লাল-সবুজের অর্জনে ছিল ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক।

পুরুষদের ৮১ কিলোমিটার ইভেন্টে সেনাবাহিনীর নুরুল ইসলাম রৌপ্য এবং নয়ন আলী ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৯ কিলোমিটারের ইভেন্টে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য এবং জুয়েল আহমেদ ব্রোঞ্জ জেতেন। নারীদের ১৯ কিলোমিটারে সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য ও নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ব্রোঞ্জ পদক অর্জন করেন।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে দেশে ফেরা ১৬ সদস্যের বাংলাদেশ দলকে ফুল ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানায় সাঁতার ফেডারেশন। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, "এ অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।"

আরও পড়ুন