১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:০০

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই আয়োজন করা হবে।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ড. ইউনূস আশা করেন নির্বাচন হবে একটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে, যেখানে ভোটাররা একটি ভালো অভিজ্ঞতা অর্জন করবে, বিশেষ করে যাদের জীবনে আগে কখনো ভোটের সুযোগ হয়নি।’

ড. ইউনূস আরও বলেন, ‘যারা ভোট দিতে গিয়ে আগে কোনো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের জন্যও এই নির্বাচন আনন্দদায়ক হওয়া উচিত। কেউ যেন বলতে না পারে, ‘আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।’

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘যারা অন্তর্ভুক্ত সরকারকে নির্বাচনে পৌঁছতে দিতে চায় না, তারা বিভিন্ন উপায়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। ইতোমধ্যে কিছু সংকেত দেখা গেছে এবং ভবিষ্যতেও দেখা যাবে। তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে।’

বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন