১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৫৮

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

সেই মতিউরকে বিশেষ সুবিধা দেয়ায় ১১ পুলিশ সাময়িক বরখাস্ত

সেই মতিউরকে বিশেষ সুবিধা দেয়ায় ১১ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৪

আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে আদালত থেকে ফেরত নেওয়ার পথে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন—এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের অফিস আদেশে বলা হয়, ১২ আগস্ট কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করতে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে এসকর্ট টিম একটি স্থানে যাত্রাবিরতি করে এবং সেখানে হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয়, যা নিয়ম বহির্ভূত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ ওঠে, পুলিশের কিছু সদস্য মতিউরকে বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে উৎকোচ গ্রহণ করেছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, এসকর্ট টিমের ইনচার্জ দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছেন এবং অন্যান্য সদস্যরাও নিয়মভঙ্গ প্রতিরোধে কোনো উদ্যোগ নেননি। এতে পুলিশের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এ ঘটনায় বরখাস্ত থাকা অবস্থায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নিয়মিত রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

আরও পড়ুন