২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১১:৩১

শিরোনাম ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন Logo আসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড় Logo আবু সাঈদ হত্যা মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই Logo শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ Logo এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo

ওমানকে হরিয়ে গ্রুপ পর্বে ৩ থেকে ৩ জয় ভারতের

ওমানকে হরিয়ে গ্রুপ পর্বে ৩ থেকে ৩ জয় ভারতের

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০০:৫৫

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই করেও হার মেনেছে ওমান। নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে আমির কালেম ও হাম্মাদ মির্জার দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে ১৮তম ওভার পর্যন্ত ভালো লড়াই করেছে তারা। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬৭ রান করেই ২১ রানে হারে তারা।

ভারত তিন ম্যাচে তিনটি জয় নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠে এসেছে, আর ওমান হেরে আসর শেষ করেছে।

জিতিন্দার সিং, আমির কালেম ও হাম্মাদ মির্জার পারফরম্যান্স ওমানের জন্য উজ্জ্বল দিক হলেও শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৭৩ রান, যা ভারতকে প্রতিহত করা সম্ভব হয়নি।

ভারতের ব্যাটিং শুরুতে ধাক্কা পেলেও অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটিতে দ্রুত রান আসে। অভিষেক ১৫ বলে ৩৮ রান করে আউট হলেও স্যামসন ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৮৮ রানের সংগ্রহ দাঁড়ায় ভারত।

ওমানের পক্ষে শাহ ফাইসাল, শ্রীবাস্তব ও আমির কালেম দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন