২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১২:৪৫

শিরোনাম শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা Logo আওয়ামী লীগের আরও দুই সাবেক এমপি গ্রেপ্তার Logo ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন Logo আসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড় Logo আবু সাঈদ হত্যা মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই Logo শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ Logo এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয় দফায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন তিনি।

অসুস্থ অবস্থায় রোববার তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে জিতে এমপি হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এরপর ২০০৮ সালের নবম থেকে সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 

আরও পড়ুন