২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ২০:০৮

শিরোনাম ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু Logo চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক Logo ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট Logo মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার Logo কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না: সিইসি Logo গণমাধ্যম সংস্কারে একটিও সুপারিশ বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ Logo প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: মির্জা ফখরুল Logo রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের Logo

ভারতের সামনে আবারও পাত্তাই পেল না পাকিস্তান

ভারতের সামনে আবারও পাত্তাই পেল না পাকিস্তান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০০:৩৫

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা, দারুণ এক লড়াইয়ের প্রত্যাশা। কিন্তু মাঠের খেলায় সেই উত্তাপের দেখা নেই বহুদিন। বারবারই যেন একপেশে লড়াইয়ে হেরে যাচ্ছে পাকিস্তান। এবারের এশিয়া কাপেও ব্যতিক্রম হলো না। শক্তিশালী ভারতের সামনে পাত্তাই পায়নি বাবর আজমহীন পাকিস্তান।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। বুমরাহ-পান্ডিয়া-কুলদীপদের বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে তারা থামে ১২৭ রানে। জবাবে ভারত ১৫.৫ ওভারেই ম্যাচ শেষ করে নেয় ৭ উইকেট হাতে রেখেই। ফলে সূর্যকুমার যাদবের দল সুপার ফোরে টানা দ্বিতীয় জয়ে প্রায় জায়গা নিশ্চিত করে ফেলল।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভমান গিল দ্রুত বিদায় নিলেও ঝড় তোলেন অভিষেক শর্মা। শাহিন আফ্রিদির এক ওভারে চার ও ছক্কার মার, এরপর সাইম আইয়ুবকেও ছাড়েননি। ১৩ বলে ৩১ রান করে লং অফে ধরা পড়েন ফাহিমের বলে। তবে তার ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

বাকি কাজ সারেন অধিনায়ক সূর্যকুমার যাদব (৪৭*) ও তিলক বার্মা। প্রথম ১০ ওভারেই ভারত তোলে ৮৮ রান। এরপর সহজেই জয় নিশ্চিত করে তারা।

পাকিস্তানের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন শাহিবজাদা ফারহান ও শাহিন আফ্রিদি। ফারহান করেন ৪৪ বলে ৪০, আর আফ্রিদি ১৬ বলে চার ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। সাইম আইয়ুব বল হাতে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে ফিরেছেন প্রথম বলেই।

পাকিস্তানের ইনিংসের প্রথম বলেই ফেরেন সাইম। এরপর মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আগা, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজরা নিয়ম করে আউট হতে থাকেন। এক প্রান্ত আগলে রেখে লড়েন ফারহান, পরে তাকে সঙ্গ দেন আফ্রিদি। কিন্তু দলের পক্ষে তা যথেষ্ট ছিল না।

ভারতের পক্ষে বুমরাহ, কুলদীপ ও হার্দিকরা দারুণ বোলিং করেন। বিশেষ করে বুমরাহর সুইং ও গতি সামাল দিতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা।

সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতায় আরও একবার প্রমাণ হলো, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যতই উত্তেজনা থাক, মাঠে তা শুধুই ভারতের আধিপত্যে পরিণত হচ্ছে।

আরও পড়ুন