বিরাট কোহলি: চার মাসে শিখর থেকে শূন্যে

সাব্বির মিথুন
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ১২:১১
তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। বিগত চার মাসে ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী কোহলি বর্তমানে কেবলই ভারতীয় ক্রিকেট দলের সদস্য মাত্র।
শুধু কি নেতৃত্ব ত্যাগ? ব্যাটেও নেই রান। শেষ তিন বছর যাবত হন্য হয়ে খুঁজছেন ৭১তম শতকের দেখা। ফর্মহীনতার মাঝেই শেষ চার মাস কেমন ছিল কোহলির? কিভাবেই বা পতনের চূড়ান্তে এসে পৌঁছেছেন এই ব্যাটার? সময়ের আবর্তনে ফিরে দেখা যাক এক নজরে।
১৬ সেপ্টেম্বর, ২০২১
অধিনায়ক কোহলির পতনের শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়ে দেন, বিশ্বকাপ শেষে এই সংস্করণে আর অধিনায়কত্ব করবেন না তিনি। বিশ্বকাপের আগ মুহুর্তে তার এমন ঘোষণা স্বাভাবিকভাবেই দলের উপর প্রভাব ফেলে। যদিও ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি।
৭ নভেম্বর, ২০২১
হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। পাকিস্তানের কাছে হার, সঙ্গে শেষ চারে উঠতে না পারা- চরমভাবে ব্যর্থ কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্বের শেষটা।
৮ ডিসেম্বর, ২০২১
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলের দায়িত্বভার দেওয়া হয় রোহিত শর্মাকে। একেবারে চমক হিসেবেই এসেছিল এই সংবাদ। এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় বিসিসিআই জানায়, সাদা বলের ক্রিকেটে দুইজন ভিন্ন অধিনায়ক না রাখতেই এমন বদল।
১১ ডিসেম্বর, ২০২১
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, তিনি গত সেপ্টেম্বরে ব্যক্তিগতভাবে কোহলিকে অধিনায়কত্ব না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সেই পরামর্শ না শুনেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে অটল থাকেন কোহলি। ফলে ওয়ানডেতেও তাকে সরাতে বাধ্য হয় ভারতীয় বোর্ড।
১৫ ডিসেম্বর, ২০২১
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বোমা ফাটান কোহলি। সৌরভের বক্তব্যের সরাসরি বিপরীতে গিয়ে কোহলি জানান, ওয়ানডে অধিনায়কত্ব হারানোর মাত্র দেড় ঘণ্টা আগে জানতে পারেন তাকে আর ৫০ ওভারের নেতৃত্বে বিবেচনা করছে না বোর্ড। এরপরই বোর্ড-কোহলির দ্বন্দ্ব চূড়ান্তভাবে প্রকাশ্য হয়।
৩১ ডিসেম্বর, ২০২১
বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা সংবাদ সম্মেলনে এসে কোহলির দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন। দাবি করেন, শুধু সৌরভ নন, সেই সভায় থাকা প্রত্যেকে কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার অনুরোধ করেছিলেন।
১৪ জানুয়ারি, ২০২২
১-০ তে এগিয়ে থাকার পরেও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হাতছাড়া করে ভারত। মাঠে ডিআরএসের সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে আরেকবার বিতর্কের জন্ম দেন তিনি। তার এমন আচরণের প্রকাশ্য সমালোচনা করেন সাবেক ভারতীয় ক্রিকেটাররাও।
১৫ জানুয়ারি, ২০২২
দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের ক্ষত তখন তাজা। স্বাভাবিকভাবেই এবারের সফরে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে ইতিবাচক ছিল টিম ইন্ডিয়া। তবে সিরিজে টানা দুই ম্যাচ হেরে সমালোচনায় বিদ্ধ হয় ভারত। ফলশ্রুতিতে টুইট করে টেস্টের অধিনায়কত্ব-ও ছাড়ার ঘোষণা দেন এই ব্যাটার।
আরও পড়ুন
- ১ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
- ২ জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু
- ৩ সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর পূজার আহ্বান: সাদিক কয়েম
- ৪ চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক
- ৫ ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- ৬ মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার
- ৭ কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
- ৮ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক
- ৫ ৬ অক্টোবর বিসিবি নির্বাচন
- ৬ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৭ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৮ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৯ লাদাখে আহত সালমান খান
- ১০ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই