কোহলিকে নিষিদ্ধের দাবি সাবেক ইংলিশ অধিনায়কের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১৫:১৩
ঘটনার শুরু টেস্টের তৃতীয় দিনে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২১তম ওভারে অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লু দেন আম্পায়ার মারাই এরাসমাস। ক্রিজ থেকে বেশ খানিকটা সামনের দিকে পা বাড়িয়ে খেলতে যাওয়া এলগারের প্যাডের ‘নি-রোল’ বা হাঁটুর নিচের দিকের অংশে লাগে বল। তবে আম্পায়ারের সে সিদ্ধান্ত রিভিউ করেন এলগার।
তবে রিভিউতে দেখা যায়, বল স্ট্যাম্প মিস করে যাচ্ছে। এরপরই ক্ষোভ আটকে রাখতে পারেননি কোহলিরা। স্ট্যাম্পমাইকের কাছে গিয়ে সম্প্রচার চ্যানেলের উদ্দেশে ভারত দলপতি বলেন, 'তোমাদের দল যখন বল উজ্জ্বল করছে, সেদিকে নজর দাও। শুধু প্রতিপক্ষের দিকে তাকালে চলবে না। লোকদের ধরার ধান্দা সব সময়ই!'
কোহলির এমন আচরণের পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটবিশ্বে। ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী আলোচনায় সমালচোনা করে মাইকেল ভন বলেন, 'এটা ভারতীয়দের কাছ থেকে খুব লজ্জাজনক। সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে, অনেক সময় বিপক্ষে যাবে।'
'বিরাট কোহলি ক্রিকেটের একজন কিংবদন্তি। কিন্তু টেস্ট ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না। আইসিসির এই বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত। ভারতীয় দলের বিপক্ষে ব্যবস্থা নেয়া উচিত। আপনি স্টাম্পমাইকে কথা বলে পার পেতে পারেন না।'- সাবেক ইংলিশ অধিনায়ক যোগ করেন।
ভারত অধিনায়কের এমন আচরণের জন্য তাৎক্ষনিক আইসিসির হস্তক্ষেপ চান ভন। খেলার মাঠে একজন দলপতি যতটাই হতাশ হোক না কেন, এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে দাবি সাবেক এই ক্রিকেটারের।
তিনি বলেন, 'আইসিসির এই ব্যাপারে পদক্ষেপ নেয়া গুরুত্বপূর্ণ। আপনি যতই হতাশ হন না কেন এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আপনি অধিনায়ক হিসেবে যখন এমন আচরণ করবেন এবং আপনি যখন খেলাটির একজন নেতা, আইসিসির এই ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।'
কেবল আইসিসির হস্তক্ষেপ নয়, কোহলিকে নিষিদ্ধের দাবিও তুলেছেন এই ইংলিশ ধারাভাষ্যকার, 'তার (কোহলি) জরিমানা হওয়া উচিত, তাকে নিষেধাজ্ঞা দেয়া উচিত সম্ভব হলে। আপনি আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক হয়ে এমন আচরণ করতে পারেন না।'
আরও পড়ুন
- ১ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
- ২ জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু
- ৩ সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর পূজার আহ্বান: সাদিক কয়েম
- ৪ চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক
- ৫ ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- ৬ মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার
- ৭ কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
- ৮ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক
- ৫ ৬ অক্টোবর বিসিবি নির্বাচন
- ৬ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৭ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৮ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৯ লাদাখে আহত সালমান খান
- ১০ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই