সেলিম আল দীনের পদক ফেরত দিতে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চার জনকে নোটিশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪৮
দেশ বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পাণ্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণের জন্য ফেনীতে অবস্থিত সেলিম আল দীন যাদুঘরে জমা দিতে মঞ্চ নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চারজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্র, ফেনীর সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী শিহাব উদ্দিন খান।
নোটিশপ্রাপ্ত অন্যান্যরা হলেন মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস।
নোটিশে বলা হয়েছে, সেলিম আল দীনের এই সমস্ত পদক, পুরস্কার, পাণ্ডুলিপি, মূল্যবান দ্রব্য সামগ্রী ও তার ব্যবহার্য সামগ্রী জাতীয় সম্পদ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ করা এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, প্রয়াত সেলিম আল দীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ নিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস সেলিম আল দীনের সমস্ত স্মৃতিচিহ্ন, ব্যবহার্য জিনিসপত্র, পাণ্ডুলিপি, পদক ও পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিজেদের কাছে রেখে দিয়েছেন, যা ধীরে ধীরে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রদর্শনের অভাবে সেলিম আল দীন ভক্ত, গবেষক ও অনুরাগীরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন।
নোটিশে ১৫ দিনের সময়সীমা উল্লেখ করে প্রয়াত সেলিম আল দীনের সমস্ত পদক, পাণ্ডুলিপি, পুরস্কার, মূল্যবান দ্রব্য সামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র ফেরত প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নিকট অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত লিগ্যাল নোটিশের কপি প্রেরণ করা হয়েছে বলে জানান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
আরও পড়ুন
- ১ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
- ২ জয়ের জন্মদিনে একসঙ্গে শাকিব-অপু
- ৩ সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর পূজার আহ্বান: সাদিক কয়েম
- ৪ চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব, তদন্তে দুদক
- ৫ ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- ৬ মৎস্য সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে সরকার
- ৭ কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
- ৮ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্রসহ দুইজনের মৃত্যু
- ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ২ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৩ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৪ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক
- ৫ ৬ অক্টোবর বিসিবি নির্বাচন
- ৬ পূজার ছুটি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ৭ ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ে নেয়ার পক্ষে তথ্য উপদেষ্টা
- ৮ চীনে ফাইনাল খেলবে বাংলাদেশ
- ৯ লাদাখে আহত সালমান খান
- ১০ নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য নেই