৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৭:৫৮

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

ক্রেডিট কার্ডে ৭১ কোটি টাকা পাচার: সিকদার ভাইদের বিরুদ্ধে চার্জশিট

ক্রেডিট কার্ডে ৭১ কোটি টাকা পাচার: সিকদার ভাইদের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০০:৪৬

ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৭১ কোটি ৫৩ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে দুটি মামলার চার্জশিট প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অর্থ পাচারের ঘটনায় প্রধান অভিযুক্ত রিক হক সিকদার ও তার ভাই রন হক সিকদার।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, রন হক সাতটি ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ কোটি টাকা এবং রিক হক ছয়টি কার্ডের মাধ্যমে ২১ কোটি ৫৩ লাখ টাকা পাচার করেন।

চার্জশিটে বলা হয়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা লঙ্ঘন করে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়। আসামিরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও ক্রেডিট কার্ডের লিমিটের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করেন এবং পরে সেই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে স্থানান্তর করেন।

এই দুই ভাইকে জালিয়াতিতে সহায়তা করার অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ আরও ২২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। দুদক জানিয়েছে, চার্জশিট জমা দেওয়ায় এই ২৪ জন আসামির বিচারকার্য শিগগিরই আদালতে শুরু হবে।

 

আরও পড়ুন