৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৩:৩০

শিরোনাম বিএমএ ‘হল অব ফেইমে’ বিমান ও নৌবাহিনী প্রধান Logo রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম  Logo আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo

মুক্তিপণের লোভে চিকিৎসকের ছেলেকে অপহরণ, ভাড়ায় খাটছে কিশোর গ্যাং

মুক্তিপণের লোভে চিকিৎসকের ছেলেকে অপহরণ, ভাড়ায় খাটছে কিশোর গ্যাং

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:২৭

চট্টগ্রামে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক চিকিৎসকের ‘ও’ লেভেল পড়ুয়া ছেলেকে অপহরণের পরিকল্পনা করে একদল কিশোর। তবে নিজেরা সরাসরি অংশ না নিয়ে, মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে আরেকটি কিশোর গ্যাংকে ভাড়া করে তারা। এই ঘটনার সঙ্গে জড়িত দুই গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর ‘ডট গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের নেতা আবদুল্লাহ আল মাসুম চিকিৎসকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে। এই কাজের জন্য তারা ‘এনএস’ (নাজিরপাড়া সিন্ডিকেট) নামের আরেকটি গ্যাংকে ছয় হাজার টাকায় ভাড়া করে এবং চার হাজার টাকা অগ্রিম দেয়। চুক্তি অনুযায়ী, এনএস গ্যাংয়ের সদস্যরা ওই ছাত্রকে কোচিংয়ে যাওয়ার পথে অস্ত্রের মুখে অপহরণ করে নাজিরপাড়া রেললাইন এলাকায় নিয়ে মারধর করে। তবে ছেলেটি চিৎকার শুরু করলে এবং স্থানীয়রা এগিয়ে এলে সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ছেলেটি পালিয়ে যাওয়ায় ডট গ্যাং চুক্তির বাকি দুই হাজার টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই টাকা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার রাতে মুরাদপুর এলাকায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল দুই গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি, ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে অপহৃত ছাত্রটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন