জুলাই অভ্যুত্থান: সরাসরি সম্প্রচার করা যাবে বিচার কার্যক্রম, লাগবে ট্রাইব্যুনালের অনুমতি

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৪:৩২
জুলাই অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ‘মানবতাবিরোধী অপরাধের’ বিচার কার্যক্রম গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম সম্প্রচারের সুযোগ পাবেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম. তাজুল ইসলাম।
তিনি লিখেছেন, “জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।”
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ছাড়াও তার সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ে গুলি করা পুলিশ সদস্যদের আসামি করে একাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা ছাড়াও চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এসব প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন চিফ প্রসিকিউটর।
আরও পড়ুন
- ১ রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল
- ২ বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী
- ৩ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ৪ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৫ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৬ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৭ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৮ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক