১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১২:৩৭

শিরোনাম ডিজিএফআই বিলুপ্ত হচ্ছে না, বরং আরও শক্তিশালী হচ্ছে Logo খেলাফত আন্দোলনের নতুন দাবি ঘিরে বিতর্ক, জাতীয় স্টেডিয়াম কি সরবে? Logo অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতেই রাখতে চায় সেনাবাহিনী Logo ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম সফরে প্রধান উপদেষ্টা Logo ঐতিহাসিক সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর, কিন্তু টেবিলে কি আসবে সব দল? Logo রায়ের দোরগোড়ায় শেখ হাসিনা, আজ থেকে শুরু যুক্তিতর্ক উপস্থাপন Logo বাড়ছে ক্ষোভ, ফুঁসছেন শিক্ষকরা! দাবি না মানলে দেশজুড়ে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Logo অবশেষে জনপ্রশাসনে নতুন সচিব, দায়িত্বে এহসানুল হক Logo

মায়ের বকাঝকায় অভিমানে কিশোরীর আত্মহত্যা

মায়ের বকাঝকায় অভিমানে কিশোরীর আত্মহত্যা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০০:৫০

খুলনা মহানগরীর খালিশপুর থানার ২ নম্বর নেভিগেট এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে তাসফিয়া (১৬) নামের এক কিশোরী। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাসার কাজ না করায় তাসফিয়াকে বকাঝকা করেন তার মা। এতে অভিমান করে নিজের ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সে।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুমেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. অনল রায় বলেন, “হাসপাতালে আনার আগেই তাসফিয়ার মৃত্যু হয়।” রাত পর্যন্ত মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল।

এদিকে স্থানীয়রা জানান, তাসফিয়ার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন