০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:৪৮

শিরোনাম স্বাস্থ্য খাতে পদোন্নতি: ‘রাজনৈতিক বিবেচনায়’ বঞ্চিত শত শত চিকিৎসক Logo ৮ মাস পর খুলল সেন্টমার্টিন: দিনে মাত্র ২০০০ পর্যটক, রাত্রিযাপন নিষিদ্ধ Logo ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo

রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহর বিষয়ে যা জানা গেল

রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানুল্লাহর বিষয়ে যা জানা গেল

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৬:৩৪

বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি এহসানুল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি একাডেমিতে উপস্থিত নন, যা নিশ্চিত করেছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে তাকে আটক করতে পুলিশ একাডেমিতে একটি বিশেষ দল পাঠায়। তবে এই অভিযানের সময় তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এহসানুল্লাহ আগেই খবর পেয়ে পালানোর সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় পুলিশ ও তদন্ত সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে। পুলিশ সদর দপ্তর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) উচ্চপর্যায়ের সংস্থাগুলো তার গতিবিধি ও সম্ভাব্য অবস্থান শনাক্তে কাজ করছে।

ডিআইজি এহসানুল্লাহ অতীতে র‌্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছিল।

আরও পড়ুন