০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:৪৮

শিরোনাম স্বাস্থ্য খাতে পদোন্নতি: ‘রাজনৈতিক বিবেচনায়’ বঞ্চিত শত শত চিকিৎসক Logo ৮ মাস পর খুলল সেন্টমার্টিন: দিনে মাত্র ২০০০ পর্যটক, রাত্রিযাপন নিষিদ্ধ Logo ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo

সাবেক সংসদ সদস্য ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে থাকা সোয়া ৩ কোটি টাকার বেশি জব্দ

সাবেক সংসদ সদস্য ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে থাকা সোয়া ৩ কোটি টাকার বেশি জব্দ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২৩:১৪

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয় এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১ হাজার ২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা আদালতের আদেশে জব্দ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, তানভীর শাকিল প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তানভীর শাকিল, তাঁর স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুরসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে মোট ৯৬টি ব্যাংক হিসাব শনাক্ত করা হয়েছে। এসব হিসাবের লেনদেন বিশ্লেষণ করে দেখা গেছে, ১ হাজার ২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সম্পন্ন হয়েছে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, তানভীর শাকিল ও তাঁর ভাই তমাল মনসুর ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রকল্পের টেন্ডার জালিয়াতি, বালু উত্তোলন, চাঁদাবাজি ও নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।

সিআইডি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর হিসাবে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। বর্তমানে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তানভীর শাকিল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন