০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:৫০

শিরোনাম স্বাস্থ্য খাতে পদোন্নতি: ‘রাজনৈতিক বিবেচনায়’ বঞ্চিত শত শত চিকিৎসক Logo ৮ মাস পর খুলল সেন্টমার্টিন: দিনে মাত্র ২০০০ পর্যটক, রাত্রিযাপন নিষিদ্ধ Logo ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo

ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনার মামলা

ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনার মামলা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২১:১৫

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্য দিয়ে গত দুই সপ্তাহে তার বিরুদ্ধে মোট চারটি চেক ডিজঅনার মামলা হলো।

বুধবার (২৯ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মর্তুজা আহম্মেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই ফন্টুর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

তৌহিদ চাকলাদার ফন্টু যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মৃত আব্দুল কাদের চাকলাদারের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

মামলার একটিতে অভিযোগ করা হয়েছে, ফন্টু ইউসিবি ব্যাংক থেকে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। বর্তমানে তার কাছে ব্যাংকের ১ কোটি ২৯ লাখ টাকারও বেশি পাওনা রয়েছে। পাওনা টাকা দাবির পর ফন্টু এক কোটি টাকার একটি চেক দেন, যা পরবর্তীতে ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।

অন্য মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ২৬ অক্টোবর ফন্টু একই ব্যাংক থেকে আরও ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। সেই ঋণও পরিশোধ না করায় ব্যাংকের কাছে বর্তমানে ৬৪ লাখ ৩৯ হাজার টাকার বেশি পাওনা রয়েছে।

প্রতিটি ক্ষেত্রে চেক ডিজঅনার হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ লিগ্যাল নোটিশ পাঠায়; কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফন্টু কোনো সাড়া দেননি।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক উভয় মামলা আমলে নিয়ে ফন্টুকে আগামী ২৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন