ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনার মামলা
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২১:১৫
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্য দিয়ে গত দুই সপ্তাহে তার বিরুদ্ধে মোট চারটি চেক ডিজঅনার মামলা হলো।
বুধবার (২৯ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মর্তুজা আহম্মেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই ফন্টুর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
তৌহিদ চাকলাদার ফন্টু যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার মৃত আব্দুল কাদের চাকলাদারের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
মামলার একটিতে অভিযোগ করা হয়েছে, ফন্টু ইউসিবি ব্যাংক থেকে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। বর্তমানে তার কাছে ব্যাংকের ১ কোটি ২৯ লাখ টাকারও বেশি পাওনা রয়েছে। পাওনা টাকা দাবির পর ফন্টু এক কোটি টাকার একটি চেক দেন, যা পরবর্তীতে ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।
অন্য মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ২৬ অক্টোবর ফন্টু একই ব্যাংক থেকে আরও ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। সেই ঋণও পরিশোধ না করায় ব্যাংকের কাছে বর্তমানে ৬৪ লাখ ৩৯ হাজার টাকার বেশি পাওনা রয়েছে।
প্রতিটি ক্ষেত্রে চেক ডিজঅনার হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ লিগ্যাল নোটিশ পাঠায়; কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফন্টু কোনো সাড়া দেননি।
আদালত সূত্রে জানা গেছে, বিচারক উভয় মামলা আমলে নিয়ে ফন্টুকে আগামী ২৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
- ১ ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি দুই জাপা নেতার বিএনপিতে যোগদান
- ২ রাজশাহী-১: বিএনপির কোন্দলে প্রাণহানি, বিপর্যস্ত দল, সুবিধায় জামায়াত
- ৩ ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পেন্টাগনের সবুজ সংকেত
- ৪ ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প
- ৫ সনদ বাস্তবায়নে বিলম্ব: প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াত
- ৬ ‘ছাবা’, ‘কানতারা’কে পেছনে ফেলল ৭ কোটির তামিল ছবি
- ৭ দেশে পাঙাশ মাছের সবচেয়ে বড় আড়ত এখন গাবতলীতে
- ৮ ডটকম বুদ্বুদে’র মতো হতে পারে এআই খাত: বিল গেটস
- ১ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৫ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৬ দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডিভাইসসহ যুবক আটক
- ৭ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৮ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৯ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ১০ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
