০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৬:৫২

শিরোনাম বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান Logo প্রাথমিকের বই সঠিক সময়েই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা Logo নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo

জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নিতে চায় বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নিতে চায় বিএনপি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০০:০৩

জুলাই জাতীয় সনদকে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এ প্রস্তাব দেন।

তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। ভবিষ্যতে যেন আদালতে কেউ প্রশ্ন না তোলে, সে জন্য প্রধান উপদেষ্টা চাইলে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন। এছাড়া ছোট ছোট বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে।”

সংলাপে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। এটি সংস্কার বা বিচারপ্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়।”

জুলাই সনদের প্রতি বিএনপির অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, সনদে কিছু সংশোধনী ও পর্যবেক্ষণ থাকলেও তা গুরুতর নয়। ইতোমধ্যে সনদে স্বাক্ষরের জন্য বিএনপি দুইজন প্রতিনিধির নাম দিয়েছে।

সাংবিধানিক সংস্কার বিষয়ে তিনি বলেন, “সংসদের বাইরে এ সংস্কার বাস্তবায়নের কোনো পথ থাকলে জানান। না থাকলে সুপ্রিম কোর্টের সহায়তা নেওয়া যেতে পারে।”

তিনি বলেন, “সংবিধানের ওপর সনদকে স্থান দেওয়া গ্রহণযোগ্য নয়, তবে এর বাইরেও আইনি ভিত্তির পথ থাকতে পারে। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হলে তা আরও গ্রহণযোগ্য হবে।”

চূড়ান্তভাবে সালাহউদ্দিন বলেন, “যদি এই প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ হয়, তাহলে বলা যাবে—আপনারা (আদালত) পরামর্শ দিয়েছিলেন। এতে করে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক ভাবমূর্তিও সুরক্ষিত থাকবে।”

আরও পড়ুন