০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৫:৪১

শিরোনাম বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান Logo প্রাথমিকের বই সঠিক সময়েই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা Logo নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo

১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ২০:১৯

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। 

আজ রোববার (২ নভেম্বর) কমিশনের কার্যালয়ে এমনটাই জানান তিনি। 

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের ব্যাপারে দুটি জিনিস প্রাসঙ্গিক। একটি হলো প্রবাসীদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন। আরেকটি তাদের ভোটদানের জন্য রেজিস্ট্রেশন। নির্বাচনে ভোট দিতে একজন ব্যক্তিকে আগে ভোটার হতে হবে। এরপর তাকে নিবন্ধনের মাধ্যমে অ্যাপ -এর মাধ্যমে নিবন্ধিত হতে হবে। তাহলেই তিনি ভোট দিতে পারবেন। তবে এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত চালু হয়নি। এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা আগামী ১৬ নভেম্বর এটা চালু করার। এর মানে ১৬ নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এন আইডি কার্ড আছে এবং যাদের বয়স ১৮ বছর বয়সের ঊর্ধ্বে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।  

এ সময়, এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার হতে পারবেন কথাটি সত্য নয় বলেও উল্লেখ করেন তিনি। 

এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু আছে এ বিষয়ে ইসি সচিব বলেন, ১১টি দূতাবাসের ২১টি সেন্টারে চালু আছে এই কার্যক্রম। এর মধ্যে অস্ট্রেলিয়াতে দুটি, কানাডাতে দুটি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন