অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২০:০৩
গণ অধিকার পরিষদ সরকারের কাছে আহ্বান জানিয়েছে, সরকারি চাকরিজীবীরা যেন অবসরের আগে জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে। দলের সভাপতি নুরুল হক নুর জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এমন অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করতে পারে।
আজ বুধবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গণ অধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি ও স্বচ্ছতার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়।
নুরুল হক নুর বলেন, “আমরা চাই সরকারি চাকরিজীবীরা নির্বাচনে অংশ নিতে না পারুক। পাশাপাশি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতৃত্বে কিছু নেতাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনার প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করতে এসব ব্যবস্থা জরুরি।”
তিনি আরও জানান, গণ অধিকার পরিষদ বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে জোট নিয়ে আলাপ-আলোচনা করছে। অন্য দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার বিষয়ও চলছে। নুরুল হক নুর বলেন, “ফ্যাসিস্টদের দোসররা যেন জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেই বিষয়টিও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা চাই নির্বাচনের আগে গণভোটের মতো বাস্তব অবস্থা তৈরি হোক, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।”
প্রতিনিধি দলের সদস্যরা নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেন যে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণের স্বার্থে তাদের দাবি গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে সব পক্ষের মতামত বিবেচনায় নেওয়া হবে।
গণ অধিকার পরিষদের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূচনা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে বিতর্ক চলছে, তা ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
- ১ নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: চাচী ও দুই চাচাতো বোন গ্রেফতার
- ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
- ৩ বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনের যুবক
- ৪ বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি
- ৫ দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
- ৬ দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি
- ৭ সার পাচারের সময় ৯ পাচারকারী আটক
- ৮ যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক
- ১ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৫ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৬ অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ৯ লক্ষ্মীপুর-১: জামায়াতের প্রার্থী চূড়ান্ত, আলোচনায় তথ্য উপদেষ্টা, দ্বিধায় বিএনপি
- ১০ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ, আটক ৪
