কেক খেয়ে ফেলায় স্বামীকে তালাক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ২০:২৬
২৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন এক নারী—কারণ, তার স্বামী খেয়ে ফেলেছেন তার জন্য রাখা এক টুকরো কেক! শোনায় তুচ্ছ মনে হলেও, ওই নারীর গল্পে লুকিয়ে আছে এক গভীর মানসিক ক্লান্তি ও অবমূল্যায়নের ইতিহাস।
৪৬ বছর বয়সী ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, তাদের বিবাহবার্ষিকীতে স্বামী (৪৮) আকস্মিক এক ভ্রমণের আয়োজন করেছিলেন। ভেবেছিলেন, হয়তো এটি সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ হবে—কারণ, গত তিন মাস ধরে তারা আলাদা কক্ষে থাকছিলেন।
কিন্তু ভ্রমণ শুরু হওয়ার পর থেকেই স্বামীর উদাসীন আচরণ তাকে হতাশ করে তোলে। এক রাতে তারা একসঙ্গে কেক খান, আর তিনি নিজের অংশের অর্ধেক রেখে দেন পরের সকালে খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখেন, ফ্রিজে কেক নেই—শুধু খালি বক্স, আরেকটিতে এক কামড় বাকি।
স্বামী হাসতে হাসতে জানান, ক্ষুধা লাগায় তিনি খেয়ে ফেলেছেন। তখনই স্ত্রীর মনে হয়, “এই কেকটাই আমার বিবাহিত জীবনের প্রতীক—আমি সবসময়ই পেয়েছি কেবল ভাঙা টুকরো, তার দেওয়া ‘ক্রাম্বস’।”
তিনি লেখেন, “২৫ বছর আমি ঘর, সন্তান, বিল, অ্যাপয়েন্টমেন্ট সব সামলেছি। অথচ আমার জন্য রাখা ছোট্ট কেকের টুকরোও সে রাখতে পারল না।”
সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন—এই সম্পর্কের এখানেই ইতি।
রেডিটে তার এই পোস্ট ভাইরাল হয়ে যায়। বহু ব্যবহারকারী মন্তব্য করেন, “এটা কেকের বিষয় নয়, এটা ভালোবাসা ও সম্মানের বিষয়।” আরেকজন লেখেন, “সে কেক খেয়েছে—খারাপ, কিন্তু তার থেকেও খারাপ হলো সে এটা নিয়ে হাসাহাসি করেছে।”
নারীর নিজের ভাষায়, “আমি এমন একজন মানুষ চাই, যে শুধু আমার কেক খাবে না—বরং সেটাকে রক্ষা করবে। আমি আর ভাঙা টুকরোতে সন্তুষ্ট নই।”
আরও পড়ুন
- ১ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিক্ষার্থীরা
- ২ ‘ক্ষমতার নয়, ব্যবস্থার পরিবর্তন চাই’: সিপিবির জনসভায় নেতারা
- ৩ বাংলাদেশের সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে হতাশ ড্যারেন স্যামি
- ৪ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার
- ৫ নিউইয়র্কে ভোটের লড়াই: মামদানির জনসমর্থন বনাম কুমোর শতকোটিপতির অর্থ
- ৬ ৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- ৭ টি-টোয়েন্টিতে রানের নতুন রাজা বাবর আজম, টপকে গেলেন রোহিতকে
- ৮ মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ৫
- ১ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ২ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৩ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৪ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৫ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৬ দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডিভাইসসহ যুবক আটক
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৯ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ১০ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
