০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:০৮

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৫:২৮

গরমের মৌসুম শেষ হয়ে এখন সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। শীতপ্রবণ এই সময়টিতে প্রতিবছরই ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়ে যায়। এই বাড়তি চাপ সামলাতে এবার ওমরাহ ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। যেদিন থেকে ভিসা ইস্যু করা হবে, সেদিন থেকেই এক মাসের মেয়াদ গণনা শুরু হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ বিদেশি ওমরাহ ভিসা পেয়েছেন, যা পাঁচ মাসেরও কম সময়ে সর্বোচ্চ ভিসা প্রদানের রেকর্ড।

নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি ভিসা পাওয়ার পর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে কেউ একবার সৌদিতে প্রবেশ করলে তিনি ভিসার নির্ধারিত সময় পর্যন্ত (সর্বোচ্চ তিন মাস) দেশে থাকতে পারবেন, যদিও সেই সময়ের মধ্যে পুনরায় ওমরাহ সম্পাদন করা যাবে না।

সৌদি ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেন, শীতকালে সাধারণত বিপুলসংখ্যক মানুষ ওমরাহ পালন করতে আসেন। এতে কাবা প্রাঙ্গণে অতিরিক্ত ভিড় তৈরি হয়। তাই ওমরাহ ব্যবস্থাপনাকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল রাখতে ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাসে আনা হয়েছে।

আরও পড়ুন