০২ নভেম্বর ২০২৫, রবিবার, ০২:৫৯

শিরোনাম শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন Logo নির্বাচন পুলিশের জন্য ‘বড় পরীক্ষা’, নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ আইজিপির Logo জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা Logo প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ Logo মিডিয়া ও তৃণমূলে যোগাযোগ সুসংহত করতে বিএনপির ৭ কমিটি Logo দেশে সব শয়তানি কাজের শুরু আ. লীগ আমলে: আসিফ নজরুল Logo পল্টন থানা পুলিশ উদ্ধার করলো ৪৬টি হারানো মোবাইল Logo ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপানোর মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে: আমীর খসরু Logo

‘মেসি খেললেও বাংলাদেশের চ্যালেঞ্জ থাকত’: হামজা চৌধুরী

‘মেসি খেললেও বাংলাদেশের চ্যালেঞ্জ থাকত’: হামজা চৌধুরী

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ০০:৪৯

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ দলের ‘মেসি’ হিসেবে অভিহিত করেন অনেক ভক্ত। তবে এমন তুলনাকে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন এই মিডফিল্ডার। তার মতে, ফুটবল একার খেলা নয়, এটি একটি দলগত খেলা।

মঙ্গলবার (৭ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে অনুশীলনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন হামজা। এক সাংবাদিক তাকে মেসির সঙ্গে তুলনা করলে তিনি বলেন, “দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকত।”

বাংলাদেশের জার্সিতে তৃতীয়বারের মতো খেলতে আসা হামজা দলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “সতীর্থ ও কোচদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়েছে। দল কঠোর পরিশ্রম করছে এবং আশা করি আমরা জিতব।”

গত মাসে নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে না আসার কারণ হিসেবে হামজা জানান, গোড়ালির সামান্য চোটের কারণে তিনি তখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

 

আরও পড়ুন