প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ২১:৪৫
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা তিন বাহিনীর সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে কঠোর পরিশ্রম করেছে, তা প্রশংসনীয়। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নেবেন।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।”
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের সময় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ ইউনিট মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।
এ ছাড়া, আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন
- ১ নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা: চাচী ও দুই চাচাতো বোন গ্রেফতার
- ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
- ৩ বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনের যুবক
- ৪ বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি
- ৫ দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
- ৬ দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি
- ৭ সার পাচারের সময় ৯ পাচারকারী আটক
- ৮ যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক
- ১ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৫ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৬ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৭ অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
- ৮ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ৯ লক্ষ্মীপুর-১: জামায়াতের প্রার্থী চূড়ান্ত, আলোচনায় তথ্য উপদেষ্টা, দ্বিধায় বিএনপি
- ১০ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ, আটক ৪
