২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১২:১৩

শিরোনাম নির্বাচনের দায়িত্বে থাকলেও এবার ভোট দিতে পারবেন সংশ্লিষ্টরা: সিইসি Logo ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস Logo লাইম লাইটে আসলেও জামায়াতের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল Logo আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ Logo অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ Logo আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি Logo দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo

ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৯১ জন

ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও  ৯১ জন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। যারমধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

দখলদার ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও থামছে না আগ্রাসন। 

এরইমধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। এছাড়া তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় ট্রাম্প তাদের কাছে ২১ দফার প্রস্তাব পেশ করেন। বৈঠক শেষে একাধিক মুসলিম নেতা জানান, ট্রাম্পের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে।

আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর)  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। ওই সময় জানা যাবে, এ চুক্তিটি ইসরাইল মানবে কি না। 

গতকাল নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে জানান, গাজায় তারা হামলা অব্যাহত রাখবেন। 

অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান,  তারা হয়ত যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে আছেন।

আরও পড়ুন