লাইম লাইটে আসলেও জামায়াতের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।
তবে জনগণের মধ্যে জামায়াতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল। তার ভাষ্যে, ‘আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, তাদের প্রভাব খুব বেশি একটা নাই।’
জামায়াত সুসংগঠিত এবং এটা তাদের প্লাস পয়েন্ট উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের যথেষ্ট ফান্ডও আছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাবে; এমন কোনো কিছু আমার মনে হয় না।
গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও ডানপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলেও মনে করেন মির্জা ফখরুল। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয়, তাও স্পষ্ট করেন তিনি। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলেই বিশ্বাস তার।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মতই দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল।
আরও পড়ুন
- ১ অবশেষে কমলো স্বর্ণের দাম
- ২ হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী
- ৩ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি বদিউল আলমের
- ৪ কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত
- ৫ মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীদের কারওয়ান বাজার সড়ক অবরোধ প্রত্যাহার
- ৬ বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত ৪ দিনের রিমান্ডে
- ৭ দুর্গাপূজা উৎসব নিরাপদে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৮ মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড়তে প্রস্তুত বিএনপি: হাফিজ উদ্দিন
- ১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ২ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ৩ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৪ তফসিল ঘোষণা, বিসিবি নির্বাচন ৬ অক্টোবর
- ৫ ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে : প্রধান রিটার্নিং কর্মকর্তা
- ৬ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সজিব গ্রেপ্তার
- ৭ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৮ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি
- ৯ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক
- ১০ আইসিএও-তে ইসরায়েলের বিরুদ্ধে কাতারের অভিযোগ