২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১২:০৭

শিরোনাম নির্বাচনের দায়িত্বে থাকলেও এবার ভোট দিতে পারবেন সংশ্লিষ্টরা: সিইসি Logo ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস Logo লাইম লাইটে আসলেও জামায়াতের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল Logo আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ Logo অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ Logo আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি Logo দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে।

আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।

এই বছর সারাদেশের ৩৩ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

আরও পড়ুন