০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৬:৫২

শিরোনাম বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান Logo প্রাথমিকের বই সঠিক সময়েই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা Logo নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo

পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি ডিএমপির

পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি ডিএমপির

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৮:৪৩

হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় জোরপূর্বক ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে হুঁশিয়ারি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। এই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যান্য অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল।

এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তারপরও তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

হুঁশিয়ারি জানিয়ে বলা হয়েছে, এছাড়া, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

আরও পড়ুন