পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি ডিএমপির
প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৮:৪৩
হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় জোরপূর্বক ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে মারমুখী আচরণের প্রেক্ষিতে হুঁশিয়ারি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। এই সংবাদ পাওয়ার পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্যান্য অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল।
এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তারপরও তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে। তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
হুঁশিয়ারি জানিয়ে বলা হয়েছে, এছাড়া, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আরও পড়ুন
- ১ বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
- ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ
- ৩ প্রাথমিকের বই সঠিক সময়েই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা
- ৪ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা
- ৫ অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে: তুলসী গ্যাবার্ড
- ৬ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত
- ৭ বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
- ৮ বিএনপিই সবার আগে সংস্কার চেয়েছে: মির্জা ফখরুল
- ১ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
- ৫ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৬ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ৯ লক্ষ্মীপুর-১: জামায়াতের প্রার্থী চূড়ান্ত, আলোচনায় তথ্য উপদেষ্টা, দ্বিধায় বিএনপি
- ১০ বারে ব্যবসায়ী খুন: ম্যানেজারসহ ৭ জন ৩ দিনের রিমান্ডে
