নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ১৪:৪৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করা যুবক মো. রায়হান মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রায়হান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। মৃত রায়হান মিয়া ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামের মো. চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮-৯ বছর আগে রায়হান মিয়া বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে রায়হান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। মাস দুয়েক আগে স্থানীয় এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের ঘটনায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী বেগম নিজের গহনা বিক্রি করে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন।
কিন্তু এরপরও রায়হান আরও এক নারীকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় স্ত্রী-স্বামীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। একপর্যায়ে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন রায়হান। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান আদুরী বেগম। পরে রাগে-ক্ষোভে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা কাগজপত্র পাইনি।
আরও পড়ুন
- ১ ইউক্রেনের সামিতে ভয়াবহ রুশ ড্রোন হামলা, শিশুসহ আহত ১১।
- ২ ইসরায়েলের পাঠানো ৩০ ফিলিস্তিনি মরদেহে নির্যাতনের চিহ্ন
- ৩ কোহলিকেও টপকে গেলেন বাবর, সিরিজ জিতল পাকিস্তান
- ৪ সৌন্দর্য আর প্রতিভার আইকন ঐশ্বরিয়ার ৫২-তে পা
- ৫ ‘ভুল ভুলাইয়া ৪’ নিয়ে অনন্যার রসিকতা, বাড়ল জল্পনা
- ৬ মুম্বাইয়ে ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি, অনলাইনে ‘সোল্ড আউট’
- ৭ শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন
- ৮ গোদাগাড়ী-তানোরে রাতের বৃষ্টিতে ডুবল হাজারো কৃষকের স্বপ্ন
- ১ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ২ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৩ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৪ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৫ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৬ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ৯ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ১০ অবসরের আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ নয়
