০২ নভেম্বর ২০২৫, রবিবার, ০২:৪৫

শিরোনাম শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন Logo নির্বাচন পুলিশের জন্য ‘বড় পরীক্ষা’, নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ আইজিপির Logo জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা Logo প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ Logo মিডিয়া ও তৃণমূলে যোগাযোগ সুসংহত করতে বিএনপির ৭ কমিটি Logo দেশে সব শয়তানি কাজের শুরু আ. লীগ আমলে: আসিফ নজরুল Logo পল্টন থানা পুলিশ উদ্ধার করলো ৪৬টি হারানো মোবাইল Logo ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপানোর মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে: আমীর খসরু Logo

নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ১৪:৪৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করা যুবক মো. রায়হান মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রায়হান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। মৃত রায়হান মিয়া ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামের মো. চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮-৯ বছর আগে রায়হান মিয়া বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে রায়হান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। মাস দুয়েক আগে স্থানীয় এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের ঘটনায় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী বেগম নিজের গহনা বিক্রি করে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন।

কিন্তু এরপরও রায়হান আরও এক নারীকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় স্ত্রী-স্বামীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। একপর্যায়ে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন রায়হান। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান আদুরী বেগম। পরে রাগে-ক্ষোভে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা কাগজপত্র পাইনি।

আরও পড়ুন