০২ নভেম্বর ২০২৫, রবিবার, ০২:১৩

শিরোনাম শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন Logo নির্বাচন পুলিশের জন্য ‘বড় পরীক্ষা’, নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ আইজিপির Logo জাকির নায়েক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা Logo প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ Logo মিডিয়া ও তৃণমূলে যোগাযোগ সুসংহত করতে বিএনপির ৭ কমিটি Logo দেশে সব শয়তানি কাজের শুরু আ. লীগ আমলে: আসিফ নজরুল Logo পল্টন থানা পুলিশ উদ্ধার করলো ৪৬টি হারানো মোবাইল Logo ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপানোর মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে: আমীর খসরু Logo

নুরাল পাগলার দরবারে হামলায় নিরীহদের হয়রানি নয়: পুলিশ সুপার

নুরাল পাগলার দরবারে হামলায় নিরীহদের হয়রানি নয়: পুলিশ সুপার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০০:০০

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “হামলার ঘটনায় যারা প্রকৃত অপরাধী ও ভিডিও ফুটেজে শনাক্ত, কেবল তাদেরই আইনের আওতায় আনা হবে। সাধারণ, নিরীহ কেউ রাজবাড়ী জেলা পুলিশের হয়রানির শিকার হবেন না।”

তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে, চলমান তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে এবং অনেকেই আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

পুলিশ সুপার আরও বলেন, দরবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যতদিন প্রয়োজন মনে হবে, ততদিনই থাকবে। “আমরা জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাশে আছি এবং থাকব,”—বলেন তিনি।

আরও পড়ুন