শেরপুরে ‘আপু’ সম্বোধনে ক্ষিপ্ত চিকিৎসক, রোগীর বাবাকে বের করে দিলেন রুম থেকে
 
                                        প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৫
‘আপু’ ডাকায় জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার মারজিয়া খাতুনের বিরুদ্ধে রোগীর অভিভাবককে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
অভিযোগকারী শহরের নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তিনি তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। কিন্তু একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘণ্টা পর ফের জরুরি বিভাগে এলে সেখানে নতুন ডিউটিতে আসেন চিকিৎসক মারজিয়া খাতুন।
কাজী মাসুম দাবি করেন, তিনি বিনয়ের সঙ্গে ডাক্তার মারজিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপু আগের ডাক্তার যে ওষুধ দিয়েছিলেন সেটা পাওয়া যাচ্ছে না অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা। তখন আপু শব্দ শুনে ক্ষিপ্ত হয়ে মারজিয়া বলেন আপু বলছেন কেন? আমি মেডিকেল অফিসার, যান বের হয়ে যান। এরপর বারবার ধমক দিয়ে তাদের কক্ষ থেকে বের করে দেন।
ঘটনার খবর পেয়ে বিকেলে কয়েকজন সংবাদকর্মী চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলব না।
হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি বলেন, বিষয়টি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। তবে এ বিষয়ে আমাদের অফিসিয়ালি অভিযোগ করতে হবে বা সরাসরি কথা বলতে হবে। শনিবার অফিস খোলার পর বিষয়টি দেখা হবে।
হাসপাতালে উপস্থিত অনেক রোগী ও স্বজনরা অভিযোগ করেন শুধু মারজিয়াই নন জরুরি বিভাগসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসকই রোগী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
আরও পড়ুন
- ১ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিক্ষার্থীরা
- ২ ‘ক্ষমতার নয়, ব্যবস্থার পরিবর্তন চাই’: সিপিবির জনসভায় নেতারা
- ৩ বাংলাদেশের সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে হতাশ ড্যারেন স্যামি
- ৪ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার
- ৫ নিউইয়র্কে ভোটের লড়াই: মামদানির জনসমর্থন বনাম কুমোর শতকোটিপতির অর্থ
- ৬ ৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- ৭ টি-টোয়েন্টিতে রানের নতুন রাজা বাবর আজম, টপকে গেলেন রোহিতকে
- ৮ মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ৫
- ১ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ২ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৩ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৪ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৫ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৬ দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডিভাইসসহ যুবক আটক
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৯ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ১০ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি

 
                                                             
                                                             
                                                            