০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৭:৪৬

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ২৩:৪০

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠন। সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তরের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, আর দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে আছেন মহির আলম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সংগঠনটি অভ্যন্তরীণ সংকটে পড়ে। অবশেষে আত্মপ্রকাশের আট মাসের মাথায়, গত ২৩ অক্টোবর সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত বাগছাসের বেশ কয়েকজন নেতা এখন নবগঠিত ছাত্রশক্তির নেতৃত্বে এসেছেন। সেখানে বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার নতুন সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে ‘পদাবনতি’ পেয়েছেন, অন্যদিকে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান সভাপতি হিসেবে ‘পদোন্নতি’ পেয়েছেন।

নতুন সংগঠন জাতীয় ছাত্রশক্তি জানায়, তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

আরও পড়ুন