২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১২:০৭

শিরোনাম নির্বাচনের দায়িত্বে থাকলেও এবার ভোট দিতে পারবেন সংশ্লিষ্টরা: সিইসি Logo ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস Logo লাইম লাইটে আসলেও জামায়াতের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল Logo আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ Logo অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ Logo আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি Logo দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo

রাজশাহী-নাটোর-চাঁপাইনবাবগঞ্জ থেকে আজও বন্ধ রয়েছে বাস চলাচল

রাজশাহী-নাটোর-চাঁপাইনবাবগঞ্জ থেকে আজও বন্ধ রয়েছে বাস চলাচল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি, তা মালিকপক্ষ মেনে নিলেও পরে শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প পরিবহনে রওনা দিচ্ছেন গন্তব্যে। এতে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়ও।

শ্রমিকরা জানায়, তাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলে গত তিনদিন ধরে গ্রামীণ ট্রাভেলস, হানিফ, দেশ ও ন্যাশনাল ট্যাভেলসের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে আয় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারাও।

আর মালিকপক্ষের দাবি, শ্রমিকদের শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। তবে এ অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরাই। আর টানা তিন দিন ধরে এ অচলাবস্থা চললেও এখনো কোনো পক্ষই আলোচনায় বসেনি। সরকারের তরফ থেকেও সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ বিষয়ে শ্রমিক নেতারা জানান, মিমাংসিত একটি বিষয় নিয়ে মালিকপক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি। এর জন্য শ্রমিকরা দায়ি নয়। এছাড়া মালিকদের পক্ষ থেকে আলোচনায় বসে সমাধানের কোন প্রস্তাবও তাদের দেয়া হয়নি। 

আরও পড়ুন