ছাত্রদল নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে ছাত্রদলের এক নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের শিক্ষার্থীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় ছাত্রীরা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’, ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ থেকে তিনটি দাবি জানানো হয়—অশালীন মন্তব্যকারী আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, তার মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা; সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে অশালীন মন্তব্যের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা।
আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আনিসুর রহমানের পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুই সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান দাবি করেছেন, ঘটনার সময় তার ফেসবুক আইডির নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
গত সোমবার রাত ১১টার পর হলে ফেরায় জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। নোটিশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরদিন হল প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে তা প্রত্যাহার করে নেয়। ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্টের মন্তব্য ঘরে আনিসুর রহমানের আইডি থেকে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ উঠে।
আরও পড়ুন
- ১ জনগণের চাহিদা অনুযায়ী চলবে বিএনপি: তারেক রহমান
- ২ পারমাণবিক ঢাল-তলোয়ার আরও শক্তিশালী করতে বললেন কিম
- ৩ বিয়ের ৩ দিন পর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ৪ জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান
- ৫ বাজারে ঘাটতি দেখিয়ে আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা
- ৬ খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৭ রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন
- ৮ মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা
- ১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ২ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ৩ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৪ তফসিল ঘোষণা, বিসিবি নির্বাচন ৬ অক্টোবর
- ৫ ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে : প্রধান রিটার্নিং কর্মকর্তা
- ৬ ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
- ৭ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সজিব গ্রেপ্তার
- ৮ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৯ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি
- ১০ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক