২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৪:৩৭

শিরোনাম জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান Logo রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন Logo মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা Logo ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ শতাধিক রোগী Logo নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন:  সিইসি Logo সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাতিত্ব নয়: ইসি সানাউল্লাহ Logo পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Logo নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল: মির্জা ফখরুল Logo

রাজধানীতে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী

রাজধানীতে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে শাক-সবজির দাম আবারও বেড়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। এই ঘাটতির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

সবজির মধ্যে টমেটো প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০, পটোল ৭০, মূলা ৮০, এবং কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক পিস লাউ ৬০-৭০ টাকা, চালকুমড়া ৫০ টাকা। এই দাম সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে মাছের বাজারে ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। তবে এখনো ১ কেজির একটি ইলিশ ২১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের (৭০০-৮০০ গ্রাম) ইলিশ ১৭৫০ থেকে ১৮৫০ টাকা, এবং ছোট ইলিশ ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। দেড় কেজি ওজনের ইলিশের দাম ৩০০০ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যান্য মাছ যেমন বোয়াল, কোরাল, রুই, পাবদা, শিং, ট্যাংরা— সবই এখনও আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে।

মুরগি ও অন্যান্য মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০, লাল লেয়ার ২৮০, দেশি মুরগি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকা দরে রয়েছে।

ডিমের দামেও স্থিতিশীলতা বজায় রয়েছে। লাল ডিম প্রতি ডজন ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ২২০-২৩০ এবং দেশি ডিম ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মিনিকেট চাল প্রতি কেজি ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, দাম আপাতত বাড়েনি, তবে কমার সম্ভাবনাও নেই।

সবমিলিয়ে, সবজি ও মাছের বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে, ডিম, মুরগি ও চালের বাজার কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির।

আরও পড়ুন