২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৪:৩৭

শিরোনাম জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান Logo রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন Logo মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা Logo ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ শতাধিক রোগী Logo নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন:  সিইসি Logo সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাতিত্ব নয়: ইসি সানাউল্লাহ Logo পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Logo নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল: মির্জা ফখরুল Logo

আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরাই: প্রধান উপদেষ্টা

আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরাই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আগামীর বাংলাদেশের নেতৃত্ব রাজনীতিবিদরাই দেবেন।" তিনি এ মন্তব্য করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত 'অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ' শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ূন কবীর, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও ড. নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আখতার হোসেন ও ড. তাসনিম জারা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ ব্যবসায়ী নেতারা।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, আগামীর নির্বাচনের পর গঠিত গণতান্ত্রিক সরকার যেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে পারে, সে লক্ষ্যেই রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম দ্বিবার্ষিক টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি বলেন, “বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতি বছর ৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে সম্মিলিত বৈশ্বিক বিনিয়োগ জরুরি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৩ লাখ মানুষের আশ্রয় দিয়েছে, যা মানবিকতার এক অনন্য উদাহরণ।”
জাতিসংঘের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চ পর্যায়ের সেশনেও অংশ নেন ড. ইউনূস। এ সময় তার সফরসঙ্গী ও এনসিপি নেতা ডা. তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিভিন্ন বৈঠকে ড. ইউনূস বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।”

আরও পড়ুন