২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৬:০৩

শিরোনাম জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান Logo রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন Logo মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা Logo ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ শতাধিক রোগী Logo নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন:  সিইসি Logo সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাতিত্ব নয়: ইসি সানাউল্লাহ Logo পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Logo নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল: মির্জা ফখরুল Logo

নির্বাচন ছাড়া সংস্কারের ফয়সালা সম্ভব নয়: জোনায়েদ সাকি

নির্বাচন ছাড়া সংস্কারের ফয়সালা সম্ভব নয়: জোনায়েদ সাকি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:২৮

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের চূড়ান্ত ফয়সালার জন্য নির্বাচন অপরিহার্য।

তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো একক দলের ছিল না, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন ছিল, যেখানে দল-মত নির্বিশেষে মানুষ অংশ নিয়েছে ও জীবন দিয়েছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাকি আরও বলেন, যদি কেউ নির্বাচন ভণ্ডুল করে একক কর্তৃত্ব কায়েম করতে চায়, তবে দেশে আবার অন্ধকার নেমে আসবে।

পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী যে প্রস্তাব দিয়েছে তা জনগণের প্রতিনিধিত্বকে অস্বীকার করে বলেও তিনি মন্তব্য করেন। মিশ্র পদ্ধতিতে নির্বাচনই যথাযথ হতে পারে বলে তিনি মত দেন।

জুলাই সনদকে "রক্তের বিনিময়ে লেখা দলিল" উল্লেখ করে তিনি বলেন, এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন তাসলিমা আখতার, তরিকুল সুজন, পপি রাণী সরকার, ফারহানা মানিক মুনা, সৃজয় সাহা প্রমুখ।

সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ সেন।

আরও পড়ুন