সরকারের সমন্বয়হীনতায় শঙ্কিত এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৪
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় ও দৃঢ়তার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘এই ঘাটতি দূর না হলে নির্বাচনের বিষয়ে জনমনে শঙ্কা কাটবে না।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় তার বাসভবনে আয়োজিত বৈঠকে ৭টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
এবি পার্টির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষে সরকারের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়হীনতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক।’
নির্বাচনে দক্ষতা ও নিরপেক্ষতার স্বার্থে অতীতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া, লটারির মাধ্যমে নয়, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট পোস্টিংয়ে নিয়োগের পরামর্শ দেন।
নির্বাচনী সহিংসতা রোধে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান মঞ্জু। একইসঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফিজিক্যাল ও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে উদ্দীপনা তৈরি ও সমন্বয় জোরদারে প্রধান উপদেষ্টার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন এবি পার্টির নেতারা।
আরও পড়ুন
- ১ জনগণের চাহিদা অনুযায়ী চলবে বিএনপি: তারেক রহমান
- ২ পারমাণবিক ঢাল-তলোয়ার আরও শক্তিশালী করতে বললেন কিম
- ৩ বিয়ের ৩ দিন পর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ৪ জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান
- ৫ বাজারে ঘাটতি দেখিয়ে আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা
- ৬ খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৭ রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন
- ৮ মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা
- ১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ২ ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়ছেন শিমুল!
- ৩ অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান
- ৪ তফসিল ঘোষণা, বিসিবি নির্বাচন ৬ অক্টোবর
- ৫ ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে : প্রধান রিটার্নিং কর্মকর্তা
- ৬ ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
- ৭ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সজিব গ্রেপ্তার
- ৮ সংসদ নির্বাচনের ‘প্রতীক তালিকা’ প্রকাশ করেছে ইসি, নেই শাপলা
- ৯ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি
- ১০ বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল থেকে চারজন আটক