২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৪:২৩

শিরোনাম জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান Logo রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন Logo মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা Logo ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ শতাধিক রোগী Logo নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন:  সিইসি Logo সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাতিত্ব নয়: ইসি সানাউল্লাহ Logo পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Logo নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল: মির্জা ফখরুল Logo

মালদ্বীপে বাংলাদেশীদের জন্য কড়া নির্দেশনা

মালদ্বীপে বাংলাদেশীদের জন্য কড়া নির্দেশনা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৬

মালদ্বীপে কর্মরত প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে—অবৈধভাবে কাজ করলে বাংলাদেশি কর্মীদের জেল, জরিমানা এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) করা হবে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সতর্ক করে বলেছে, এসব শাস্তিমূলক ব্যবস্থা মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে কার্যকর করা হবে।

হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে “ফ্রি ভিসা” বলে কিছু নেই। নির্দিষ্ট কোনো কোম্পানির নামে ভিসা নিয়ে সেই প্রতিষ্ঠানের অধীনেই কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা, ব্যাবসা করা বা কোনো আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেন, “ভ্রমণ ভিসায় মালদ্বীপে এসে কেউ যদি কাজ বা ব্যবসা করেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী জরিমানা ও জেল—উভয় শাস্তি হতে পারে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই অনেক বাংলাদেশি ‘ফ্রি ভিসা’ বলে মালদ্বীপে ঢুকে অবৈধ কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। এতে মালদ্বীপ সরকারের কাছে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। দেশটিতে কর্মী ভিসা চালু থাকায় বাংলাদেশি শ্রমবাজার এখনও উন্মুক্ত। তবে নতুন এই কঠোর অবস্থানের কারণে প্রবাসীদের বৈধ কাগজপত্র ও আইনি শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

আরও পড়ুন