২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৩:০১

শিরোনাম জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান Logo রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: সালাহউদ্দিন Logo মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা: প্রধান উপদেষ্টা Logo ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ শতাধিক রোগী Logo নির্বাচন সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন:  সিইসি Logo সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাতিত্ব নয়: ইসি সানাউল্লাহ Logo পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Logo নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল: মির্জা ফখরুল Logo

টঙ্গীতে বিস্ফোরণ: তিন ফায়ার ফাইটারের মৃত্যু

টঙ্গীতে বিস্ফোরণ: তিন ফায়ার ফাইটারের মৃত্যু

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০২

২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় ঘটনাস্থলে তৎপর থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন ফায়ার ফাইটার পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যা জাতীয় স্তরে গভীর শোক সৃষ্টি করেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম। তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার  শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায় । তার মৃত্যুতে পরিবারে  নেমে আসে গভীর শোক ।

এর আগে এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২৩ সেপ্টেম্বর বিকেলে মৃত্যুবরণ করেন  শামীম আহমেদ নামে আরেক ফায়ার ফাইটার। তিনিও  চিকিৎসাধীন  ছিলেন।

এর একদিন পরেই ২৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের  বার্ন ইউনিটে চিকিৎসাধীন  দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়াও এই ঘটনায়  দগ্ধ হয়ে গতকাল মারা যান দোকান কর্মচারী আল আমিন বাবু। 

অগ্নিদগ্ধ হয়ে নিহত তিন ফায়ার ফাইটার দেশের জন্য নিজেদের  জীবন উৎসর্গ করেছেন। তাদের সাহসিকতা ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাদের পরিবারের প্রতি রাষ্ট্র ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন