০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৪:৩৪

শিরোনাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo আন্দোলনের নামে সড়ক অবরোধে রাজধানীতে জনভোগান্তি: ডিএমপি Logo নির্বাচনের পরে ইজতেমা: ধর্ম উপদেষ্টা Logo মানবতাবিরোধী অপরাধের মামলা: হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ Logo তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে Logo

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ২২:৪১

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, আগামীকাল (রোববার) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানায় সংস্থাটি।

পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

রোববার (২ নভেম্বর) থেকে শুরু করে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরণের আবহাওয়া বিরাজ করতে পারে।

সোমবার (৩ নভেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এবং বুধবার (৫ নভেম্বর) খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের পাশাপাশি রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা ঘটতে পারে।

আরও পড়ুন