০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৫:০০

শিরোনাম বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান Logo প্রাথমিকের বই সঠিক সময়েই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা Logo নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo

আরও দুই দিন থাকতে পারে বৃষ্টি, এরপর বাড়বে শীতের আমেজ

আরও দুই দিন থাকতে পারে বৃষ্টি, এরপর বাড়বে শীতের আমেজ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৫:৫৬

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে, যা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমে গিয়ে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র উপকূলে দুর্বল হয়ে যাওয়ার পর বাংলাদেশের আকাশে মেঘ জমেছে, ফলে হালকা বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে। গত বৃহস্পতিবার খুলনা, মোংলা, যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নরসিংদী, ফরিদপুর ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক বৃষ্টিতে দেশের কয়েকটি নদীর পানি বাড়তে পারে, তবে তা বিপৎসীমা অতিক্রম করবে না। পরবর্তী তিন দিনে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের উজানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি দুদিন স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে কিছুটা বৃদ্ধি পেতে পারে।

রংপুর ও রাজশাহী অঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, আত্রাই, করতোয়া, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘটসহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে পারে। একইভাবে ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, ভুগাই, কংস ও জিঞ্জিরাম নদীতেও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর দেশের শীতকাল স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও তীব্র হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “গত বছর নভেম্বরেই সারাদেশে ঠান্ডা পড়েছিল, তবে ঢাকায় তেমন শীত অনুভূত হয়নি। এবারও রাজধানীতে শীত নামতে দেরি হতে পারে—সম্ভবত নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথমার্ধে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীত বাড়বে, এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে সারাদেশে।

আরও পড়ুন