০২ নভেম্বর ২০২৫, রবিবার, ১৫:৪৬

শিরোনাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর Logo ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক Logo জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু Logo মিথ্যাচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির Logo দোষী অথবা নির্দোষ এর বাইরে আসামীর কোনও বক্তব্য দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার: এনসিপি Logo যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চের ডাক Logo

কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে: জাপা মহাসচিব

কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে: জাপা মহাসচিব

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ২০:৪৩

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে ঐকমত্য কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে ফাঁদে পড়েছে। তিনি জাপা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

শনিবার বিকেলে রংপুরে জাপা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ঐকমত্য কমিশন ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়েছে। অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনেকেই বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসনিক কাঠামো বিএনপি, জামায়াত ও এনসিপির নিয়ন্ত্রণে রয়েছে। তাই অন্য কোনো দল নির্বাচনে অংশ নিলেও সুষ্ঠু ভোটের সুযোগ পাবে না। জাপা মহাসচিবের দাবি, গণভোটের কোনো প্রভিশন সংবিধানে নেই, এবং যদি তা বাস্তবায়ন হয়, তা সংসদের মর্যাদা দিতে হবে।

আরও পড়ুন