০২ নভেম্বর ২০২৫, রবিবার, ২১:২৮

শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত Logo ১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব Logo প্রাইজবন্ডের ১২১তম ড্র Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস Logo ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৬২ Logo ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ Logo

মানবতাবিরোধী অপরাধের মামলা: হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলা: হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১২:৫২

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এছাড়া, মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় ২০ জন সাক্ষ্য দেন।

আরও পড়ুন